ইদানীং আমার চারপাশটা বড় সুনশান হয়ে যাচ্ছে…
আমাকে দেখে কলমদানি ছেড়ে দৌড়াচ্ছে–
পাবক কলম
মাঝরাস্তায় দাঁড় করানো প্রতিবেশী ধুলো উড়িয়ে
এঁকে দিচ্ছেন, কয়েক শতাব্দীর অন্ধকার
থলে হাতে সবজি বাজারে গেলে কারা যেন নাদ ছড়াচ্ছে- আগুন আগুন…
আর পারি না, এইসব দহন
তার চেয়ে আমলকী তলায় গিয়ে প্রার্থনা সাজাই–
প্রসন্ন সংগীতের দিন ওরফে আত্মদ্রোহে এঁকে ফেলা
দ্বিখণ্ডিত অবয়ব…
অনেক ভাল লাগলো দাদা। সব সময়ের জন্য সত্য এই কবিতা।