সুজয় সকালে টিভিটা খুলে দেখে সব্জি মার্কেটে প্রতিটি সব্জির দামে যেনো আগুন লেগেছে!
মানুষ খাবে কি?
মনে মনে সুজয় যখন এই চিন্তায় মশগুল,ঠিক তখন সুমনা এসে বাজারের থলিটা হাতে ধরিয়ে দিয়ে হোয়াটস অ্যাপে একটা লম্বা লিস্ট টাইপ করে দিলো।
মোবাইলটা হাতে নিলেই চোখ পড়ে সেখানে।
হ্যাগো! এত বাজার!
লিস্টের বহর দেখে যা মনে হচ্ছে কমসেকম দুহাজার টাকার লাগবে।
মাসের শেষে এত টাকা কোথায়…
সুমনা বলে,” অত সতো বুঝিনা বাপু!আজকে দুপুরে আমার দাদা,বৌদি আর ভাইপো সঙ্গে রুপমের বৌ আসবে।”
কথাটা বলতে বলতে আলমারী থেকে মানিব্যাগটা হাতে ধরিয়ে দেয়।
মানিব্যাগটার দিকে চোখ পড়তেই ওর বুকের ভিতরটা কেমন যেনো ছাঁক করে উঠলো।