অভিজিৎ দত্ত
কুসংস্কারের গাঢ় অন্ধকারে
ভারত যখন নিমজ্জিত
বিদ্যাসাগর, তুমি তখন এসেছিলে
অন্ধকারে আলোর ন্যায়
এক দেবদূতের মতো।
লড়াই করেছিলেন নানা কুপ্রথার বিরুদ্ধে
অনেক লড়াই করে সফল হয়েছিলেন
বিধবাবিবাহ চালু করতে।
বুঝেছিলেন শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার
তাই জোর দিয়েছিলেন করতে শিক্ষার প্রচার
সমাজকে এগিয়ে নিয়ে যেতে
জোর দিয়েছিলেন নারী শিক্ষাতে
অনেক স্কুল খুলেছিলেন নারীদের জন্যে।
মানুষ যতদিন থাকবে অশিক্ষার অন্ধকারে
দেশ হবে তত নড়বড়ে।
তাই তখন দরকার ছিল গণশিক্ষার
বিদ্যাসাগর তারজন্য লিখেছিলেন বর্ণপরিচয়
যার তখন ছিল খুব দরকার।
বিদ্যাসাগরের আরেক নাম দয়ারসাগর
বুঝেছিলেন মানুষের বিপদে
মানুষ হয়ে পাশে থাকা খুব দরকার।
বিদ্যাসাগর এক আপোষহীন নির্ভীক যোদ্ধা ।।