মুহাম্মদ শহীদুল্লাহ
গলি থেকে রাজপথ,ভাঙা দেউলে
ইতিহাসের সন্ধানে ফেরা —
আমাকে কেউ চেনে না আমিও চিনি না কাউকে
বিশ্বাস করে কেউ, কেউবা করেই না
আমারও দায় নেই বিশ্বাস অবিশ্বাসের ।
হোঁচট খেতে খেতে কখনও হপ্তা দিই
শিতলা মনসা শনি কিংবা শিবের থানে —
তবে আজকাল ভয় ভয় করে
কিছু পরাক্রমী রয়ে গেছে প্রান্তরে।
আমি ওদেরকে ইতিহাস বিহীন বলি
কেউ কেউ বলে বহিরাগত।
দরকার নেই এত ভাবনার —
তার চেয়ে দুরত্ব বজায় থাকে ভালবেসে
ইতিহাসের সীমানা ছেড়ে ।।