শম্পা সামন্ত
কীভাবে ঋতুবদল পালটে নিচ্ছে যতিচিহ্ন।
কীভাবে শোচনীয় গানে ফেটে যাচ্ছে বুক।
সেই অকুল বাহানার অকুস্থলে।
সাদা মেঘের ছিন্ন অন্তরাল ও গম্ভীর নীল তখন।
নির্জন দ্বীপের নীল বাসনায়।
স্রোত কখনো ঢেউ আনছে হাত বদল করে।
বারবার তাকে নাচ বলে ভুল করছে সময়।
টেরাকোটা শিল্প।
কী অদ্ভুত জলকেলি।