সুনীল শর্মাচার্য
মানুষ বড় একা হয়ে যাচ্ছে!
হাত ধরলেই কেউ বন্ধু হয় না,
বোঝা যাচ্ছে!
চারদিকে আলোর উৎসব —
অন্ধকারে ঠাসা,
চারদিকে এত জ্ঞানের মহিমা
অশিক্ষার অহঙ্কারে বোনা,
সংঘে সংঘে ভরে যাচ্ছে দেশ,
সমাজ, লোকালয় প্রতিযোগিতায়
সন্দেহে সন্দেহে ঢাকা!
হাত ধরলেই কেউ বন্ধু হয় না!
মানুষে মানুষে বৈষম্য, হিংসা
বেড়ে যাচ্ছে!