কবি শাশ্বত বোসের কবিতা।। - শৃণ্বন্তু কবি শাশ্বত বোসের কবিতা।। - শৃণ্বন্তু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন

কবি শাশ্বত বোসের কবিতা।।

আপডেট করা হয়েছে : শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
কবি শাশ্বত বোসের কবিতা।।

আমায় ওরা মানুষ করতে পারেনি

শাশ্বত বোস


আমায় নাকি ওরা মানুষ করতে পারেনি!
দুটো রাজপথ যেখানে এসে মেশে, দুটো নদী মগ্ন তুরীয় রতিসুখে,
যেখানে কশেরুকায় বয়ে চলে কস্তুরী বমনের শব্দাঙ্ক, সেখানে অর্জুন গাছের তলায় বসে শালপাতায় মুড়ে কুরকুটের চাটনি খাইয়েছিল আমায়, লাউডিহার ‘বাহামনি সারেন’।
বদলে ওর দুটো ঊষর ঠোঁটে, ছেনি-হাতুড়ির ভাস্কর্য খোদাই করেছিলাম, উদ্দাম প্রণয়ী কনভার্সেশনে।
ওকে কথা দিয়েছিলাম, বাদনা পরবে ছৌ নাচবো একসাথে, ভাবনার পরবাসে ওর মরদ হবো।
ভীষণ এক ভীরু স্তাবকতার মাঝে, কবিতা সভায় বসে আমি মুখর শরীরী ভাষায় একটি ‘অশ্লীল’ কবিতা পড়েছিলাম।
আমার কাব্যের মসৃন উরুতে আলতামিরা আঁকা দেখে, ওরা সবাই তেড়ে এসেছিল, বলেছিল, “ওরা আমায় মানুষ করতে পারেনি!”
পুরোনো বাড়িটার গা থেকে পলেস্তারা খসে পড়ে, জন্ম নিয়েছিল এক নতুন দেশ।
আমার ধড় আর মুণ্ডুর মাঝখান থেকে একটা অসুখী বাতাস, ফোঁস করে উড়ে গিয়ে জমা হয়েছিল, লেখার টেবিলটার ত্রিকোণ প্রিজম অববাহিকায।
সস্তার মদ কিনে ফেরার সময় একদিন দেখেছিলাম, রঙতুলির ধারাপাতে কবিতার ‘পোস্ট মডার্নিজম’ ক’টা ময়ূরের পালক কাঁধে করে দাঁড়িয়ে আছে।
ওর উদাস জ্যামিতিক ইতিবৃত্তে, চাঁদগরীর আলো কিনে দিতে চেয়ে দশটা টাকা দিয়েছিলাম, আর চেয়েছিলাম ওর চোখের উদযাপনহীন শূন্যতায়।
নাগরিক কাশবনের অপু দূর্গা আজও কালো কাঁচের বাইরে, ডিভাইডারের দিগন্তে এক্কা দোক্কা খেলে।
আমি অমানুষ চোখে ওদের ছেলেখেলা দেখি 
আমি ব্রেখট্ পড়িনি, পড়িনি কাফকা, কামু কিংবা দস্তয়েভস্কি|
তবু বিলাসী শোকের বিনিময়ে চুরি যাওয়া অধিকারের প্রশ্নে, সরু তীক্ষ্ণ গলায় আমি চিৎকার করে উঠেছিলাম।
ওরা সবাই তেড়ে এসেছিল, বলেছিলো, “আমায় ওরা মানুষ করতে পারেনি!”
আমায় আমার দেশ মানুষ করতে পারেনি।
আমায় আমার জমি মানুষ করতে পারেনি।
আমায় আমার বিদেহী আত্মা মানুষ করতে পারেনি।
একদল পাড়াতুতো কাকের দলে ভিড়তে গিয়ে, আমায় কি মানুষ হতেই হবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!