অচিন্তন বালুরাশির মধ্যমায় নেমে আসে ক্লান্তি
ভোরের সকাল খুঁজে নেয় সৃষ্টির মুনিসিয়ানা
কথকের যত প্রশ্নে গাছ হয়ে দাঁড়িয়ে থাকাই বোধ হয় শ্রেয়
যেমন করে নদী বেঁকে যায় অনন্ত প্রগতির সঙ্গে সঙ্গে
জীর্ণ মতবাদের শূন্যতায় আমার হারিয়ে যাওয়া
একমুঠো রোদ্দুরে এঁকে নিই ব্যস্ততার চরিতাবলী।