এই পোড়া চোখ খোঁজে কার চোখ
সেই চোখ তা কি দেখে!
এই পোড়া মন ছোঁয় কার মনে
সেই মন তা কি লেখে!
এই যে পাগল টেনেছে আগল
কার পাগলামি দেখে!
কোথায় যে ভুল করেছে আমূল
কোন ্ শাস্ত্রে তা লেখে!
ছোট খাটো ত্রুটি কিসের ভ্রুকুটি
মন কি সে সব খোঁজে!
মনের গভীরে ঢুকে গিয়ে তবু
সে শুধু মনেই বোঝে।
প্রান্ত বেলায় এ হেলা ফেলায়
ভাঙলে খেলনা বাটি,
বাকি টুকু পথ, ভাঙা মনোরথ
বলো না কিভাবে হাঁটি!