যেমন করে হঠাৎ এসেছিলে,
তেমনিভাবেই হঠাৎ চলে গেলে।
আপনমনে একলা থাকা
স্থির জলে ঢেউ তুলে
খুব কি কিছু পেলে?
খানিক-খানিক শ্যাওলা ঢাকা
নিস্তরঙ্গ দিঘি,
জলের ওপর
আকাশমেঘের ছায়াই শুধু ছিলো,
দুম করে সব ওলট-পালট
করলে তুমি এসে,
সরোবরের জল নিজেকে
আকাশ ভেবে নিলো।
যেমন করে স্বপ্ন ভাঙে
যেমন করে সুখ,
তেমনি করেই সরিয়ে নিলে
আমার প্রিয় মুখ।
হয়তো তোমার খেয়ালখুশি
হয়তো নেহাৎ খেলা,
একলা আকাশ ঝাপসা মেঘে
ঘিরছে আমার বেলা।
কী সহজ সুন্দর ! তেমনি রূপকল্প। খুব ভালো লাগলো।