কবিতা :দ্রোহী ছেলে।। বদ্রীনাথ।। বাবিরডি।। পুরুলিয়া - শৃণ্বন্তু কবিতা :দ্রোহী ছেলে।। বদ্রীনাথ।। বাবিরডি।। পুরুলিয়া - শৃণ্বন্তু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

কবিতা :দ্রোহী ছেলে।। বদ্রীনাথ।। বাবিরডি।। পুরুলিয়া

আপডেট করা হয়েছে : শনিবার, ১ জুন, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

কবিতা: দ্রোহী ছেলে 
কবি: বদ্রীনাথ পাল 
দ্রোহী ছেলে

পেটের জ্বালায় যে ছেলেটি 
লেটোর দলে করতো গান –
বক্ষেতে তার জ্বাললো আগুন 
দেশ মায়েরই অপমান ।
দেশ জননীর পদতলে 
যে ছেলেটি দিতো চুম ,
সেই ছেলেটিই ছুটিয়ে দিলো
ইংরেজদের রাতের ঘুম !
 বিষের বাঁশি যে বাজালো
অগ্নিবীণার পাগল সুর !
সেই ছেলেটিই স্বপ্ন দেখায় 
স্বাধীন সুখের সমুদ্দুর।
যে বলেছে পরাধীনতা 
সুখ সেতো নয় – হলাহল,
তার ডাকেতেই গর্জে ওঠে 
বাংলাদেশর তরুণ দল ।
যে ছেলেটি উল্কা সমান
দিলো দেখা দুখের দিন,
শোধ করা কি যাবে কভু
বলো তো ভাই তার সে ঋণ ?
সেই ছেলে যে আর কেউ নয়
চিনতে যেন না হয় ভুল –
বাংলা মায়ের দ্রোহী ছেলে
আর কেউ নয় সে ‘নজরুল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!