হাত ধরে নজরুলের
মুজতবা আল মামুন
পালাতে পালাতে সিরিয়া ফিলিস্তিন হয়ে
পালাতে পালাতে নজরবন্দী থেকে জেলখানা
হাতের ব্যবহার ভুলে পালাতে পালাতে যাযাবর
তখন তুমি প্রত্যুত্তরের লাঠি ধরিয়ে দিয়ে হাতে
কানে কানে মন্ত্র দাও : ‘মার হাঁক হায়দরি হাঁক… ‘
অন্নচিন্তা থেকে পালাতে পালাতে হোটেল ডাস্টবিনে
পায়া-ভাঙা জীবন থেকে পালাতে পালাতে গাছতলা
সহ্যের জুতো গলিয়ে পালাতে পালাতে শূণ্য মাঠে
তখন তোমার হাত ধরে ক্রোধার্ত উলম্ফন শিখি
তুমি চেঁচিয়ে ওঠো : ‘দে গরুর গা ধুইয়ে… ‘
ক্রুর সম্পর্ক থেকে পালাতে পালাতে কুরুক্ষেত্রে
পায়ের ব্যবহার ভুলে পালাতে পালাতে নর্দমায়
কিন্তু কতদিন? কতদূর ? পথেরও তো শেষ হয়
টানতে টানতে ছিঁড়ে যায় খিদের রুটির কানা…
টিপে ধরা গলা ঝটকায় খুলে, উল্লাস-আগুন ছুঁয়ে
ঝাঁপ দেওয়া শিখে নিতে পারি কাঙ্খার বাগানে…
দরকারে শিখে নিতে হয় ভাঙচুর
হাতে হাত রেখে জ্যোৎস্না মাড়িয়ে হাঁটতে হাঁটতে
প্রেমিকার বুকে অকম্প আঙুল রেখে শিখে নিতেই হয়
পলায়ন কোনও সমাধান নয়
ফিরে আসতে হয়, ফিরে আসা শিখে নিতে হয়
‘ভেঙে ফেল লৌহ কপাট’ উচ্চারণ
বাবরি-চুল ঝাঁকানো নজরুল শিখিয়েছেন
তিনিই হয়েছিলেন ‘শুকনো পাতার নূপুর’ থেকে
‘আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর’…