বাদল বেলা-রূপের খেলা
ঝির ঝির ঝির বাদল বেলা
কতই রঙ্গ কতই খেলা,
মাঝিরে তুই পাল তুলে দে
ধর রে গানের সুর!
ছল ছল ছল বৃষ্টির জল
লাগছে বড় মধুর!!
কল কল কল জলের তান
বৃষ্টিরে তুই একটু থাম!
মাঝি রে তোর নায়ে করে
আমায় নিয়ে চল!
বাতাসের ঐ কলতানে
জল করে ছল ছল।।
আষাঢ়ের ঐ রিম ঝিম ঝিম
বরষা যে এলো,
জলের তানে সবিই যে আজ
হলো এলোমেলো।
যেদিকে তাকাই দেখি
শুধু জল আর জল,
মাঝি রে তোর নায়ে করে
আমায় নিয়ে চল।।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বসে দেখি সারা দুপুর,
বৃষ্টির এই ঝরা দিনে পাই
সোঁদা মাটির গন্ধ।
দেখতে দেখতে মনে আসে
কত কাব্যিক ছন্দ।
কতক তার লিখে দিলাম
কতক গেলাম ভুলে,
যে টুকু ছবি রইল মনে
সেটাই দিলাম তুলে।।
খুব সুন্দর