কবিতা: বিদ্রোহী বীর
বিদ্রোহী বীর
নীরবে নিভৃতে দাঁড়িয়ে
কাছাকাছি থেকে করে গেছে
হাজার প্রতিবাদ।
অন্ধকারে অনাহারে কেটে গেল
জীবন যৌবন
সয়ে গেল যারা অবিচার, নত করে মাথা
তাদের ভাই বলে
রয়ে গেল পাশে।
গর্জে উঠেছে কতদিন,
কামার কুমোর তাঁতি জেলে
সর্বহারার
বন্ধু সখা প্রিয়জন হয়ে
রয়ে গেছে আমার তোমার মনে
জগতের কাছে
কোদাল কাস্তে হাতুড়ির
বিদ্রোহী বীর হয়ে।