অভিমান
আজ বসন্ত! আজ কী বসন্ত ?
আমি কেন দেখিনি সে বসন্তের হাওয়া,
আমি কেন বুঝিনি সে বসন্তের পাওয়া ,
কারণ আমি সে রঙে রঙিন,
যে রঙের মূল্য তুমি দিতে পারবে কোনো দিন?
কারণ আছে তোমার অর্থাসৈর্য্য ,
তাইতো হৃদয় হীন ক্ষেপা তুমি তাইতো হৃদয় হীন।
ভেবে দেখো সে খানিকক্ষণ ছিলেম যেদিন আমরা দুজন,
আশেপাশে কেউ ছিল না, বকুল গাছের তলে ,
সেদিন তো ছিলনা হলি তবুও আমায় রং দিয়ে চলে গেলে।
আমি ভাবছি কেন রং দিলে আমায়, আজতো বসন্ত নই,
সে কথা ভাবলে ক্ষেপা আমি আজো স্তম্ভিত হই , ক্ষেপা আজো স্তম্ভিত হই।
কিন্তু আজতো সত্যিই বসন্ত ক্ষেপা আজতো তুমি আমায় রং দিতে আসনি,
কারণ তুমি রঙকে বাসছিলে ভালো আমায় বাসো নি।সেদিন আমার রং ছিল, রূপ ছিল বলে আমায় রঙিন করে বলছো বসন্ত।
কিন্তু আজ বলছো বসন্ত আসুক ,
কিন্তু সে বসন্ত আর আসবে না,
কারণ তুমি বসন্তের প্রত্যাশি তুমি রঙের প্রত্যাশি তুমি আমার প্রত্যাশি নও।
আমি কি আজ এতো রঙহীন, মে বসন্ত আমাকে রঙিন করে দেবে?
আমি কি আজ এতো অহীনা, যে আমার স্পর্শে তোমার জাত যাবে?
সেদিন ভাবোনি জাতি, বর্ণ ,ধর্ম যৌবনের প্রত্যাশা ছিলো বলে?
আজ ভাবছো বর্ণ প্রথা আমায় ফেলে দাবানলে, ক্ষেপা আমার দেহে আগুন জ্বেলে।।