কবিতা: ধুমকেতু
ধুমকেতু:
তুমি কিন্তু হিন্দু মুসলমানের হৃদয়ের কবি ‘কাজী নজরুল’
বৈশাখ জুড়ে রবীন্দ্রনাথ আর জ্যৈষ্ঠ জুড়ে তুমি,
পুরো গ্রীষ্ম জুড়েই আমরা তোমাদের নিয়েই মশগুল।
জ্যৈষ্ঠের এ তপ্ত দিনে এসে করলে তুমি ছিন্ন
রবীন্দ্র প্রকৃতির এই বিস্তৃত প্রেমের মায়াজাল,
মানবপ্রেম ও শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ_এ স্বাদ সত্যিই ভিন্ন ।
ডাকনাম তোমার দুখু মিঞা হলেও ছদ্মনাম তোমার ধূমকেতু
তুমি কবি,গীতিকার,নাট্যকার,অভিনেতা যাই হও না কেন,
তোমার লেখনীতেই তুমি হয়েছো ‘মানবসাম্যবাদের প্রেমের সেতু’।
মনে হয় সুখ যদি পেয়ে থাক তা শুধুই খাতা ও কলমে
পিতৃমৃত্যু দারিদ্রতা ধিক্কার কারাগার বিবাহবিচ্ছেদ সন্তান মৃত্যু ,
এ সবই দুঃখ পেয়েছো এ মানব জনমে।
অবিভক্ত দেশের এই সত্তাগুলো যতই জানি ভাবি আমি কতই সুখী
ঈশ্বর প্রেরিত এই সত্তাগুলোর ঞ্জান না থাকলে হয়তো ভাবতাম,
আমি এই বিশ্বসাগরে শ্রেষ্ঠ দুঃখী।