কবিতা: মননে নজরুল
মননে নজরুল
এখনো অন্ধকারে খাড়া করা ভেদের প্রাচীর
কুসংস্কারগুলো হাসে হায়নার মতো
সাম্যবাদ গড়াগড়ি খায় বাড়ির প্রাঙ্গণে
“আগমনীর আগমনী গান”লেখেনা কেউ।
তোমার আকুতভয় সিংহহৃদয় আর কার আছে?
আজ নাম যশ পুরস্কারের লালসায়
পদলেহি স্বঘোষিত কিছু কবির ঊষ্ণ বাজার,
ধূর্ত শেয়ালের মতো একূল ওকূল দুকূলে রাখে পা
ডোবার আগে নৌকা ছেড়ে স্রোতে ভেসে যায়।
ঘৃণ্য রাজনৈতিক স্রোতে আজ
তোমার বিপ্লব,সম্প্রীতির বাণী নীরবে কাঁদে
আজ ভেদের রাজনীতির ভোট-ময়দান দেখলে
নিশ্চিত আবার তোমার কবিতায় জ্বলতো আগুন।
এখন শ্যামাসংগীত গজলের সুরে ধূপের গন্ধ ভাসে
বাংলার গাঁ-গঞ্জের মাঠে ময়দানে।
অন্তজশ্রেণির ধুলোমাখা মেহনতী মানুষের কথা
অভুক্তকে অন্নদানের বিপ্লববাণীতে
যদি কেউ অন্তদর্শণ খুঁজে না পায়,
ব্যর্থতা তার কাব্যিকজ্ঞানে
ব্যর্থতা তার মননে,
বক্তৃতায় করা তাদের নিন্দালোচনা উবে গেছে সব বাতাসে।
গীত গল্প উপন্যাস ছায়াছবির গানে
আপামর সাহিত্যপ্রেমি জাগে অদ্ভুত টানে!
লক্ষকোটি জনতার নজরুল
কেবল এগারো জৈষ্ঠ নয়
ঠাঁই তার যুগযুগান্তর মানুষের অন্তরে।