[ ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া। সুদীর্ঘ সময় ধরে বসনিয়া-হার্জিগোভিনিয়া জাতি দাঙ্গায় জর্জ্জরিত। তবু হিংসা, ঘৃণা, দাঙ্গা, যুদ্ধই শেষ সত্য নয়; মানুষের হৃদয়ের চরম সত্য সেই ভালোবাসা- শুধুই ভালোবাসা।
কবিতা: ভালোবাসা আমার অস্ত্র
মাইদ করবিক
আমার অস্তিত্বের অর্থ সুখের ভিতর
আমি মানুষকে সুবিচার দিয়ে থাকি
কারণ বাদাম রঙের চোখে ভালোবাসার ছায়া
আমার জন্য খুব স্পেশাল
আমি জানি, আমি এক বিশেষ ধরণের মানুষ
কারণ আমার ভালোবাসা ধ্রুব তারার মতো স্থির
আমার অস্তিত্বের অর্থ আমার আশা
যা আমাকে কখনোই একা করে দেবে না।
আমার অস্তিত্বের অর্থ আমার আশা
আমি যতক্ষণ আমার চুলের ঢেউ নিজেই ঠিক করে নিতে পারছি
সেই সময়ের মধ্যেই আমি তোমাকে ভালোবাসা দিতে চাই
কারণ আমার ভালোবাসার সীমা আছে
ভালোবাসা আমার অস্ত্র
আমার অস্তিত্বের অর্থ
ভালোবাসাই আমার অস্তিত্ব, কারণ
যখন এই পৃথিবী থেমে যাবে, তখনও তুমি আমারই থেকে যাবে