কবি সুনীল শর্মাচার্যের কবিতা: - শৃণ্বন্তু কবি সুনীল শর্মাচার্যের কবিতা: - শৃণ্বন্তু
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

কবি সুনীল শর্মাচার্যের কবিতা:

আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন
কবি সুনীল শর্মাচার্যের কবিতা:

মাতাল ও নর্তকী 

সুনীল শর্মাচার্য 

নূপুরের ছন্দে মদ-ভরা পাত্র তুলে নেয় হাতে,

মোহিনী স্বপ্ন তার,আত্ম-নদী চমকে দেয় সব;

রাতের আসরে নাচে নর্তকী:কদম্বের সৌরভ

ছড়িয়ে পড়ে শ্বাসে ও প্রশ্বাসে, ইতস্তত সংঘাতে!

মাতাল চিত্রার্পিত;ভুলেছে তার সম্মুখে আহার;

অনির্বাণ আকুতি —রক্তাক্ত লালসায় চোখ জ্বলে

ঘুঙুরের শব্দে ভেঙেছে চিন্তার নিরেট পাহাড়;

রূপসী নর্তকী নাচছে আলোময় দেহ-পল্বলে!

নিবিড় ঘুমে পৌরুষ জাগে,নাচে যৌবন-পুকুর,

পীড়িত করে মন; তৃষ্ণার্ত মেঘে ভাসে স্মৃতি-মুখ,

সেখানে নর্তকী নেই,চোখে এক মেয়ের চিবুক 

বিষ ঢেলে একান্তে —শূন্য এক অনশ্বর ময়ূর!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!