আমি এখন মেঘ লিখছি মেঘ লিখছি
বর্ষার প্লাবন আসুক
ভাঙনের গান লিখছি গান লিখছি
নীল পাহাড়টা নেমে আসুক
আমি এখন নদী আঁকছি নদী আঁকছি
বাঁধ ভেঙ্গে বন্যা আসুক
নবান্নের গান বাঁধছি গান বাঁধছি
দুর্ভিক্ষে কাঙাল ডাহুক
রক্ত নেশায় মানুষ ভাসুক মানুষ ভাসুক
ফাঁদে পড়ে মানুষ মরুক
কবিতাতে মানুষ জাগুক মানুষ জাগুক
খালি পেটে কবি চাঁদ দেখুক
এখন আমি স্বপ্নে আছি স্বপ্নে আছি