স্বামী সোহাগী মেয়ে তুই
আজ কেন রে ধূসর মলিন ?
প্রেমের নেশায় বাঁধনহারা
আজ কেন রে নীরবে কাঁদিস ?
অহংকারী বেনারসি আজ
আস্তাকুঁড়ে ঠিকানাহীন !
কেন রে মেয়ে ?
সলাজ বধূ আজ বুঝেছিস
লজ্জা নয় নারীর ভূষণ ?
তাই কি আজ অফিস ফাইল
তোর কাছে বড্ড আপন ?
‘ লক্ষ্মীমন্ত বৌমা ‘ নামের তকমাটা
তোর বাঁকা হাসিতে উপেক্ষিত ?
ও মেয়ে , তুই আজ মানুষ হলি ।