এসো আমরা কল্যাণের যাত্রী হই।
শুভ্র সকালের মতো এসো
আমরা উজ্জ্বল দিবসের বার্তা হই।
মৃতের শহরে আজ পাপের সমুদ্র ফেনা
নিঃশব্দে গ্রাস করেছে সবকটি অলিন্দ দ্বার
সর্বগ্রাসী সেই পাপের তাড়না থেকে
এসো বাঁচাই প্রজন্মকে…
এসো আমরা কল্যাণের যাত্রী হই।
রক্তিম গোধূলির বুকে যেমন
জ্বলে ওঠে পূর্ণতার আলো
বিপদের নিদারুণ দিনে
যেমন বেজে ওঠে গগন বিদারী সাইরেন
এসো আমরা তেমনি ভাবে জ্বলে উঠি
এসো আমরা তেমনি ভাবে বেজে উঠি
নবপ্রজন্মের নিশানবরদার হই….
পাপের সাগর পেছনে ফেলে
মৃত সংস্কৃতি বিসর্জন দিয়ে ছুটে এসো হে আলোর সন্তানেরা
এসো আমরা কল্যাণের যাত্রী হই।
গাছ পাতা ফুল ফলে
আকাশ জমিন জলধি ফসলে
বলাকার সারি, সারি গানে
গ্রাম্য ক্ষেত মজুর, মাঝির বচনে
শ্রমিকের ঘামে ভেজা জামার পাঁজরে
জীবনের সবটুকু রঙ আর কালি দিয়ে লিখে যাই
সভ্যতার শ্লোগান ….
এসো আলোর ইশারা নিয়ে
এসো নতুনের বার্তা নিয়ে
এসো সভ্যতার সূচক নিয়ে
এসো প্রেমের দূরন্ত মশাল হাতে …
এসো আমরা কল্যাণের যাত্রী হই।
এসো মৃতরাত্রির কারাগার ভেঙে
আলোর পথের যাত্রী হই…
সুন্দর চিন্তা ও রচনা বিন্যাস ❤️