প্রদীপ মণ্ডল
গোলাপ নয় গো, টগর
সাদা টগর, ভীষণ প্রিয় আমার।
গোলাপ এখন অতীত, যুদ্ধ ক্ষয়ের ইতিহাস
পাঁপড়ির রঙে অনেক রাঙিয়েছি দেহ-মন,
খেলেছি ভিন্ন রঙের খেলা বসন্ত অ-বসন্ত জুড়ে।
রঙের আধিক্যে এখন আর মন ভেজে না
রঙহীনতার মন জুড়ে সীমাহীন আধিপত্য।
দিন বদলে, অনেক কিছু বদলে বদলে গেছে
নদীর বুক জুড়ে ত্রি-কোণ একটি চরা।
ওপারে, এক ছোট্ট ঘরে রোজ রাতে চাঁদ উঁকি মেরে যায়।
চমৎকার লিখেছেন