হিসেবের বাইরে
অমিত কুমার গোস্বামী
জীবনের হিসাব কীভাবে করে?
পড়ে তো থাকে চাওয়া পাওয়া।
যেমন বৃষ্টি। ঝরে যায়। যেমন ঝরে।
ফোঁটা গোনা যায়? বৃষ্টিটুকুই সত্যি।
কতোটা মাটি ভিজল, সেচ দরকার কিনা,
সে হিসেব নাহয় চাষীই করুক।
ঢেউ ভাঙে সাগরপাড়।
সাগর সত্যি। ঢেউটুকুও। কিন্তু কতগুলো ঢেউ!
কে গুনেছে?
তেমনি মেঘ সত্যি। ঝর্ণাধারা সত্যি। বাঁধভাঙা বন্যার জলও সত্যি।
তবুও সবাই বলে জীবনের হিসেব! কে করবে? কি তার দাঁড়িপাল্লা? আর এমনি করেই,
কবিতা গোনা যায়।
পুরস্কারও পায় হয়তো। অথবা পায় না।
কিন্তু ভাবনা যে গোনা যায় না।