জল জলের মত জলশব্দ নিয়ে
মিশে যায় জলের ঘূর্ণি আঘাতে
অপেক্ষা করেনা জলছবি বেশিক্ষণ
নিজেই ভাঙে নিজের বায়নাতে,
তুমি আসোনা প্রাচীন গাছতলায়
বসোও না অনেকদিন নদীপারে
যদি খুঁজে পাও প্রিয় ফুলগাছখানি
গন্ধটুকু ছড়িয়ে দিও চুপিসারে,
অস্তিত্ব জুড়ে মিশিয়েছো কবিতারূপ
সুচেতনা তুমি কবাট খুলে দাও
আসুকনা নক্ষত্রের জমাট অন্ধকার
পিলসুজের নিচেই তাদের জমাও,
বাতাস এলোমেলো করে উদাসী মন
এলোমেলো করে পরিপাটি চুল
তোমার ওড়নায় জলছবি মেশে
তুমি আবছা দাঁড়িয়ে আছো নির্ভুল।