রবীন্দ্রনাথ - শৃণ্বন্তু রবীন্দ্রনাথ - শৃণ্বন্তু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

রবীন্দ্রনাথ

আপডেট করা হয়েছে : শুক্রবার, ১০ মে, ২০২৪, ৫:৪৭ পূর্বাহ্ন

 
অভিজিৎ দত্ত 
জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ
রবীন্দ্রনাথ, তুমি সত্যিই ছিলে 
এক বিষ্ময়কর প্রতিভা 
গান,নাটক, লেখা,ছবি ও কবিতা
সবেতেই ছিল তোমার 
বিষ্ময়কর প্রতিভার ছোঁয়া।
তুমি ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক 
তুমি ভীষণ ভালোবাসতে প্রকৃতিকে 
চেয়েছিলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য 
করে আমাদের গড়ে তুলতে। 
তুমি আমাদের আশা ও ভরসা 
তোমার গান  ও লেখা থেকেই পাই
জীবনে এগিয়ে চলার প্রেরণা।
তাই পঁচিশে বৈশাখ তোমার জন্মদিনে
তোমাকে অন্তর থেকে জানাই
 আমার প্রণাম, ভক্তি ও শ্রদ্ধা।


আপনার মতামত লিখুন :

2 responses to “রবীন্দ্রনাথ”

  1. নামহীন says:

    সুন্দর রবীন্দ্র-স্মরণ — পাপিয়া অধিকারী

  2. নামহীন says:

    আপন ছন্দে রবীন্দ্র প্রনাম। শুভেচ্ছা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!