বিশ্রাম
অন্য একটা দিনের মত,
আজ ও ক্রমশ বিগত,
পাখিদের কোলাহল হচ্ছে নিস্তব্ধতায় মোড়া,
দিনের শেষ লগ্নে বেলাভূমিতে পড়া,
পশ্চিমের আভায় পূবের ছায়াটা,
ক্রমশ দীর্ঘতর হয়ে চলেছে।
হয়তো আসন্ন ঝড়ের পূর্বাবস্থা,
গুমোট ও থমথমে ভাব,
নীরবতা গ্রাস করেছে চারিদিক,
ঝড়ের পরে আসুক বৃষ্টি,
ভিজিয়ে দিক সারা শরীর,
চিন্তাগুলো একটু বিশ্রাম পাক।