বর্ষারাণী
আষাঢ় সভায় বৃষ্টি এসে
নৃত্য তালে স্টেজ কাঁপায়।
টিনের চালে, ধাঁই ধপা ধপ
ঢাকি যেন ঢাক বাজায়।।
ঝম ঝমা ঝম, নুপুর বাজে
যে দিকেতে কান পাতি।
আকাশ ঘিরে ঘনঘটা
উড়ছে যেন দুধেল হাতি।।
বজ্র এসে ধ্যান ভেঙে দেয়
বিজলি আগেই গেছে ফিরে।
মৌন্য সাধক শ্রাবণ মাঝে
নেত্র মেলে খুব ধীরে।।
বাহুডোরের নাগপাশেতে
আছে এ কার বক্ষেতে।
পৌঁছে গেছে মৌন্য সাধক
বর্ষারাণীর কক্ষেতে।।