আমার বিরহ বর্ষা
রিমঝিম বৃষ্টির ধারা ঝরছে
আমি বসে আছি জানালার পাশে
মন আমার ভারাক্রান্ত নাগপাশে।
আমার বিরহ বর্ষা তুমি এলে
সব আনন্দ আমার কেড়ে নিলে
আমার প্রেমিকা আজ মনমড়া
রিমঝিম শ্রাবণ বেলা।
তুমি এলে আমার আঁখির অশ্রু নিয়ে
কাটে নাকো বেলা তোমার রিমঝিম শব্দ শুনে
আমার প্রেমিকা জানালার পাশে বসে–
আমারই পথ চেয়ে।