যেতে দেয়নি ভালোবাসা
ঘরের চারদেয়ালে ঘোমটা পরে
কেটে গেল তেত্রিশ বছর
নিয়ে যেতে চেয়ে ——
নিয়ে যায়নি কেউ ঘরের বাইরে ।
জবা ফুলের মস্ত বেড়া
পাখিদের গান, ফুলের গন্ধ
উঠোনে আঁকা ছবি
সব আগলে রেখেছে —
রবি ঠাকুরের গান আর কিছু বই
সকালের সুর সাঁঝের প্রদীপ
চোখে চোখ রেখে —–
ভালোবাসার আকুল পরশে
যেতে দেয়নি —-।