বৃষ্টির কথা!
বৃষ্টি পড়ে আজও –
লাগাতার ঝমঝমিয়ে,
রাস্তায় হাঁটুজল –
হাইড্রেন যায় হারিয়ে!
কাগজের নৌকা ভাসে না –
শুধুই ভাসে আবর্জনা,
মাঠে কাদামাখা ফুটবল –
আর দেখা যায় না!
কাকভেজা দুপুরগুলো –
কেমন যেন শুনশান,
বাঁধভাঙা জলোচ্ছ্বাসে –
গ্রামবাসী হয়রান!
বর্ষার কবিতা-গান,
তোলে না আর ছন্দ –
নেই স্কুলের রেনি ডে,
নেই সেই সোঁদা গন্ধ!