ফিরফিরি
খেলনা হলেও, খেলনা নয়
একটি প্রতিবিম্ব ছায়াজলে সাঁতরে ওঠে
আবার গভীরে তলিয়ে যায়
মনকে আয়না দেখায়
শিশু চোখ,অভাবের জামা প্যান্ট পরে
পিড়ে টেনে বসে মুখোমুখি
চায় পাঁচ দশ পয়সা
কত কিছু কেনা যেত
এখন ওই দিনগুলি কুয়োর জলে ঝাঁপদিয়েছে
ফিরফিরি হাতটি নেই
হারিয়ে গেছে বনবাসে
ভেতরের আয়নায় ভেসে ওঠে
ভাল না লাগা প্রসিদ্ধ রঙ
বান্ধবী
বিকেল বেলা
শূন্য মাঠে দাড়িয়ে ফসল কাটা রোদ
নিরবতা কেবল পথ বিচরণ করে
সময় যখন কবরের মাটি খোঁড়ে
একদিন কলেজ ব য়সের মেয়েটি
কলমের দু চোখে পরিয়ে ছিল
ভালোবাসার কাজল
ডাইরির বিকেল মাঠে
যেখানে রোদ ঠেস দিয়ে বসে
ওখানে বসিয়ে রাখি মন
বেদনা অশ্রুর ফুল
যেখানে মেঘ মাথা নামিয়ে কথা বলে
আমার দুঃখের পিরামিড়
সময় সময়ে দিয়ে আসি দানা পানি
কাজ ফুরিয়ে এলে
শুধুই তোমার দিকে হেঁটে
যাওয়া