বৃষ্টির দূত মেঘ
বর্ষা আসছে গুটি গুটি পায়ে …
আমরা জানালা খোলা রেখে
পর্দা টেনে দিই ,আড়ালে রাখতে
নিজেদের অসুখগুলোকে,
পাখিরা উড়ে চলে দিগন্তে
বৃষ্টিতে ভিজে স্নান সারে
ওদের জানালা নেই ,নেই পর্দাও
অসুখ আসে না তাই
আছে কেবল দুটি ডানা
ওদের আলাপ বৃষ্টির সাথেই
বহুদিনের বহুকালের
যেন জন্মজন্মান্তরের চেনা-জানা