ঝড় বৃষ্টি
বাইরে ঝড় উঠেছে,
সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে।
অজানা কোন ছোঁয়া এমন করে দিচ্ছে,
নিজেকে সামলে রাখতে পারছি না যে।
বৃষ্টির ধারাতে পৃথিবী শীতল হচ্ছে,
আমার শরীরটাও যেন নিস্তেজ হয়ে পড়ছে।
এ কেমন ঝড় উঠেছে?
যেন গোছানো জিনিস গুলোকে অগোছালো করে দিতে এসেছে।
তার উদ্দাম প্রভাবে সব কিছু উড়িয়ে দেবে সে,
আমার বলে আর কিছু থাকবে না যে।
বুঝতে পারছি না তাহলে এতদিন কি হয়েছে!
যা জীবন বলে ভেবে এসেছি সব বদলে যাচ্ছে।
যখন ভয় পাচ্ছি সব কিছু হারিয়ে ফেলছি,
ঠিক ততোটাই আনন্দ হচ্ছে নিজেকে তো খুঁজে পাচ্ছি।
বৃষ্টি তুমি কি অনাসৃষ্টি নাকি তার মধুর কৃষ্টি,
জানি না তুমি কি, কিন্তু বেশ মিষ্টি।
তোমার প্রতিটি বিন্দুতে সুখের অনুভূতি পাচ্ছি,
তোমাকে ছুঁয়ে নিজেকে আদর দিচ্ছি।
চারিদিকে কালো অন্ধকার ঘনিয়েছে,
বিদ্যুতের চমকে পৃথিবীটাকে দারুন লাগছে।
কখনো অজানা ভয়ে আমি কাঁপছি,
কখনো তার পরশে ভালোবাসা পাচ্ছি।
প্রকৃতি আর নারীর এ এক অজানা রহস্য দেখছি,
যাকে ভাষা দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি।
আজ অব্দি অনেক ভাবনা কবিতায় লিখেছি,
কিন্তু আজ যেন অদ্ভুত এক অভিজ্ঞতার সামনা করছি।
জানি না এটাকে ধংস বলবো নাকি নতুন সৃষ্টি!
যেটাই হোক, তুমি অপরূপা, তুমি খুব মিষ্টি।।
তুমি আপুরুপা তুমি মিষ্টি। ঝড়ের পরে বৃষ্টির মিষ্টি ছোঁয়া। অপুর্ব বর্ণনা।