একবার সূর্যের দিকে ছুটি
অনেকটা আলো নিয়ে মাঠে মাঠে
বুনে দেব তাই।
আরেকবার ছুটে যাই
মেঘেদের অন্দরমহলের দিকে
শেষ প্রহরের অন্ধকার ক্রমশ: ফিকে
হয় — দরোজা খুলে দিই ধাক্কায় ধাক্কায়
মাঠ জুড়ে নতুন অঙ্কুরোদগম
অনেক কচি প্রমিথিউসের মুখ যেন
জ্বলে আছে নিজেদের আত্মদীপ আলোয়।
স্মৃতি ভাঙা এইসব ছবি
এখন মাঝে মাঝে প্রবল বর্ষার রাতে
স্তূপীকৃত খরা নিয়ে ঘিরে থাকে পুরোন
সেই চেনা আর্তনাদে।
বর্ষা কিছু কম হয়নি আমাদের ইতিহাসে —
তবুও ফলেনি আজও
আমাদের কবিতাময় মাটির কোলে
রক্তপাতহীন মেঘদূতমের মতো জীবনযাপন।
একটি অপুর্ব সুন্দর নেবদনে পাঠকের মন ভরে গেলো।
করব ভাল