মেঘদূত তুমি বলে দিও
ভালবাসা বিরহ বেদনার দুঃখের আগুনে পুড়ে চুপি চুপি যে চলে গেছে বুক চাপা অভিমানে
বিষণ্ণ শ্রাবণ বাদল দিনে
মেঘদূত তুমি
বিরহী তাকে বলে দিও
দ্বিধা দ্বন্দ্ব অপমান সব ভুলে
স্বপ্ন প্রেমিক আমি তার নিরালা দুয়ারে
রেখে এসেছি
বাদল দিনের প্রথম কদম ফুল l
Badol dine se sob kichu bhule jak। Prothom kodom fuler gondho, sporshe।