যতই দূরত্ব ভাঙি
ততই অর্গল শক্ত হয় চোখের,
চোখ ঝাপসা হয় রঙ-চটা বিভ্রমে।
চূড়া থেকে দেখা তোমার
রহস্যে মোড়া দেহের চড়াই-উৎরাই
পরিব্রাজক শব্দকে বলেছিলাম
আর কিছু নয়
অনিবার্য মৃত্যুর ভেতরে পুনর্জন্ম
ঢুকিয়ে নিয়ে আমি
আগুন আর মিছিলের পাশাপাশি
তোমাকে সাথে নিয়েই হেঁটে যাব
পরমের মুখশ্রী দর্শনে।
চোখ স্ট মনের বিভ্রমের মাঝে তোমাকে দেখা। অপুর্ব লিখেছেন কবি।