বৃষ্টির গল্প
এখন আর পালাতে ইচ্ছা করে না
ভিজতে ভিজতে মাঝে মাঝে
দাঁড়িয়ে যাই।
বৃষ্টিকে জিজ্ঞাসা করেছিলাম
এত ঘন ঘন আমার কাছে আসো কেন ?
সে আমাকে এক পিপাসার্ত নদীর গল্প বলল
সে আমাকে ঢেউয়ের সাথে
রোমাঞ্চিত রাত্রি যাপনের কথা বলল,
সে আমাকে বাতাসের ভ্রমণ কাহিনী শোনালো,
সে আমাকে সূর্য্যের দেওয়া গহনার কথা শোনালো,
অবশেষে বললাম, এত ঘন ঘন এখানে আসো কেন ? ভালোবাসো বুঝি ?
আমার কথায় লজ্জা পেয়ে
কিছুক্ষন মাথা নিচু করে বসে রইল সে।
তারপর ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি আকাশ চেয়েছিলাম,
আকাশ আমাকে এই মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে।
কি করবে ? থাকবে না কি চলে যাবে ?
নিরুত্তর বসে রইল সে।