মাধুকরী
একাকিত্বের গভীর হতে গভীরে তলিয়ে যাওয়া
একটা আমি,, শুষ্ক দুপুর গৃহে
মাধুকরিতে তৃষ্ণার্ত ঠোঁট! আশির চৌকাঠে
নীল মাদুর, অসম্ভব সম্ভাবনায় বেনজীর—
অতল জল গহ্বরে জল বাড়ন্ত….!!
অবশেষে
মহাপ্রস্থানের ওপারের পারের তরীতে শ্মশান কিম্বা গোরের বেলায়, নিরঞ্জনে ঐকান্তিক এবাদত,, নির্মম ভীড় ঠেলে ঠেলে
অন্ধকারের করতলে পূর্ণতোয়া সাঁতরে
অকথিত জেগে ওঠে শুধুই প্রেম….!??
মহাপ্রস্থানের ওপারেও জেগে থাকে তৃষ্ণা।
খুব ভালো লাগলো।