১. ফেরিওয়ালা
আমি ধর্মকে মাথায় করে নিয়ে চলেছি
তোমাদের কাছে বিক্রি করব বলে ।
ধর্ম এখন আগের চেয়ে আরো বেশি সুন্দর
মুখ এবং মুখোশ
দুই -ই আছে ।
নতুন মডেল, প্লাস্টিক পেইন্ট
ঠিক তোমাদের মত ঝকঝকে।
ধর্ম এখন একদম অন্যরকম
এবং আগের চেয়ে শস্তা ও ।।
২. স্নেহ
যে ঋষি একদিন নদী তটে বসে বর চেয়ে ছিল
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
সে ঋষি ও বৃদ্ধ ছিল আমার বাবার মতই ।
সংসারে কে ছিল তার?
পুত্র কন্যা ই বা কত?
তবে ঋষির স্নেহ ছিল অপার।
আচ্ছা, তার কি একবারও মনে হয়েছিল ….
দুধে ভাতে টান পড়লে
একদিন তার সন্তান অসহিষ্ণু হবে
প্রয়োজনে ভ্রাতৃ হন্তাও ।।