বাতাস আজ দূষিত ভাইয়ের রক্তে। সাগরের বুক আজ উত্তাল ভাইয়ের কষ্টে। নীল আকাশের রং আজ বদলে গেছে কোটা শহীদের আত্মত্যাগে, লালচে রক্তের মতো।
আজ স্বজনের আকুল আর্তনাতে শহরের বুক কাঁপছে থর-থরে। কাঁপছে বহুতল ভবন, কাঁপছে প্রতিটি বালুকণা। তবে এ কি আরেক উনসত্তর..?
তবে কি আবারও দেশ ও দেশবাসীর রাত্রি কাটবে নিদ্রাহীন ভয়ে। বোন হারাবে সম্মান ঘাতকের লোলুপ আঘাতে!
তবে কি আবারও নেমে আসবে বাংলার বুকে আমাবস্যার ঘন কুয়াশা। ভাই হারাবে ভাইকে, মা হারাবে ছেলেকে, ছেলে হারাবে বাবাকে, স্বজন হারাবে স্বজনকে এই সবুজ বাংলার বুকে। তাহলে সত্যিই কি এ আর এক উনসত্তর…?
আবারও কি নদীর জলে ভেসে বেড়াবে ভাইয়ের লাশ কচুরিপানার মত করে ভাটার টানে। শকুন ছিঁড়ে টুকরো টুকরো করে ভাইয়ের লাশ রোদে শুকাতে দেবে! বাংলার আকাশে-বাতাসে কি লাশের গন্ধ ছড়াবে চারদিকে! বাংলার মাটি কি আবারও কোটা শহীদের রক্ত দিয়ে ।আলপনা আঁকবে তার সবুজ দেহে! তবে কি এ আরেক উনসত্তর…?