ভাগ্যিস সোনার দেশে জন্মেছিলে
ড.চঞ্চলকুমার মণ্ডল
ভাগ্যিস সোনার দেশে জন্মেছিলে!…
তোমরা সাজিয়ে রাখ বহু তল বাড়ির খাঁজে খাঁজে কৃত্রিম কাগজের ফুলদানি।
আতরের গন্ধে ভরিয়ে তোল বাড়ির দেওয়াল গুলো!
অথচ,একটু সতেজ অক্সিজেন পেতে একটা চারাগাছ পোত না।
ভাগ্যিস সোনার দেশে জন্মেছিলে!
প্রাণ দিতে পার না,অথচ দেদার প্রাণ নাও।
বন-জঙ্গল কেটে পুত্র-কণ্যার দঙ্গল বসাও।
তোমাদের ঐ খসখসে হৃদয়ে হাইড্রোজেন ভরা।
তাইতো সব কৃত্রমতায় ভরিয়ে তোল!…
ভাগ্যিস সোনার দেশে জন্মেছিলে!
একটা সবুজ বাগানের কথা ভাবতে পার না; অথচ দেদার খরচ কর কৃত্রিম প্লাস্টিকের ফুলদানি দিয়ে সাজিয়ে তুলতে ঘরময়- উঠোন ও।
বাগান ভর্তি হাইব্রিড উচ্ছে-কুমড়ো-পটল!
মুর্হু মুর্হু পোয়াতি হচ্ছে রুই-কাৎলা-মৃগেল।
বেধড়ক ডিম পাড়ছে হাঁস- মুরগি।
গো-মাতাও কৃত্রিম খাদ্য আর প্রজননের দৌলতে দিচ্ছে বালতি বালতি দুধ।
তবুও আশ্চর্য একটু সতেজ অক্সিজেন খোঁজ না!
ভাগ্যিস সোনার দেশে জন্মেছিলে!
এখানে কতই না বিদেশী খাবারের স্তুপ!
মটন-বিরিয়ানী,কাটলেট-সুপ!
এদেশে ক্ষুধা নিবারণেরও বটিকা মিলে!
ভাগ্যিস সোনার দেশে জন্মেছিলে!…