নমিতা মণ্ডল
আলো আঁধারি মনে যখন
খেয়ালী বাতাসের আনাগোনা বন্ধ,
যখন প্রেমহীন দয়া – করুণা স্তরে স্তরে আবিষ্ট করে
জ্যান্ত অবয়বের বন্ধ্যা মনকে;
যখন তুমি শুধু একটি দর্পণ মাত্র,
মানুষ তোমাতে তার প্রতিবিম্বের প্রতিফলন দেখে;
তার ভাবনাগুলোই তোমাতে আরোপ করে,
ইচ্ছে মতো কথা বসিয়ে নেয় তোমার মুখে,
যখন “আমরা” এই শব্দবন্ধে নিছকই ব্রাত্য তুমি-
তখন হেরে যাওয়ার ভয় পেয়ো না
তখনই হয়ত তোমার চেতনার চৈতন্য ফিরবে!
হয়ত আর একবার প্রার্থনার সুযোগ পেলে!
হয়ত তুমি পরম সত্যে একনিষ্ট হয়ে
মানুষ জন্মের আসল উদ্দেশ্যকে খুঁজে পাবে!