বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম চিঠি ও ক্ষুদ্রতম উত্তর কী জানেন?
প্রখ্যাত ফরাসি ঔপনাসিক ভিক্টর হুগো (২৬ ফেব্রুয়ারি ১৮০২ – ২২ মে ১৮৮৫)
ভিক্টর হুগো :
তাঁর জগৎ বিখ্যাত উপন্যাস, “লা মিজারেবল”( Les Miserables) প্রকাশিত হবার পর, প্রকাশককে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে লেখা ছিল,
?
তাঁর এই চিঠির উত্তরে প্রকাশক লিখেছিলেন।
!
এটাই এখনো পর্যন্ত বিশ্বের ক্ষুদ্রতম চিঠি এবং চিঠির ক্ষুদ্রতম উত্তর।।
হুগোর বিশ্ববিখ্যাত উপন্যাস ” লা মিজারেবলস”।