অশোক অধিকারী
আমার মুখের ওপর তার মুখ তার
ওপর ভারতবর্ষের ট্রাফিক সিগন্যাল
লাল আলো জ্বললে তার স্থিতিস্থাপক
শরীরের ভেতর আকাঙ্ক্ষা জন্ম নেয়
সবুজ আলো জ্বললে সে বসন্তের
প্রেমিক হতে চায় উন্মন বিকেলে
ঐ নামে বর্ষার মেঘ আছে আরোগ্য আছে
লম্বা ছুটির শেষে হাতের তালুতে আছে
ছোটগল্প তার সাথে কবিতা।