তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু। হুগলি
মন ছুঁয়ে যাওয়া বিকেল
কখন রোদের কাছে নিজেকে
আরও একটা সংজ্ঞা লেখা হলো নদীর
জোয়ার ভাটার গল্পে নিদারুন সংলাপ
কথনে কথনে সেজে উঠেছে কথা
মুখ ঘোরালে অনন্ত যাত্রার পরিবর্তন ঘটে
এ এক দারুণ উপলব্ধি
ঘটনার ঘনঘটায় বিপর্যয়ের ঢেউ
নামঙ্কনের প্রসেস সময় ঘিরে
শুধু তোমার কথা বলে
অবান্তর চেতনা কখন নদী পথে পাহাড়ের গল্প লেখে।