নৈর্ঋতের মেঘচাষিদের জন্য
নৈর্ঋতের মেঘচাষিদের জন্য
মধ্যবঙ্গ জুড়ে এখন অসহ্য গরম
ঈশানী হাওয়ায় নেই কোনো স্বস্তির আভাস
এখনও নির্বাচন আর সাম্প্রদায়িকতার চাপা এবং গুমোট
প্যাচপ্যাচে ভাব দগ্ধে দিচ্ছে আমজনতার ভিতর মহল
অবশ্য তাতে আম কাঁঠাল পাকছে কিছু
এবার তো বাগানে তেমন আমও নেই
বাজারে আমের ঝুড়িতে হাত দিলেও ফোসকা পড়ছে
যারা গরমের ভিতর দিয়ে হেঁটে এসে
ফ্রিজারে সযত্নে তুলে রাখছে হিমসাগরের বৈভব
নিজেরাও টুক করে ঢুকে পড়ছে এসি বা কুলারের আওতায়
তাদের কথা অবশ্য বলছি না
আমি শুধু ভাবছি
এই গরম আবহাওয়ায় যূথবদ্ধ হয়ে
যাদের নৈর্ঋতে মেঘের বীজ বুনতে যাওয়ার কথা ছিল
তারা সব গেল কোথায়!