১. ক্ষ্যাপা
আমি কোথাও খুঁজে পাই না তারে
যে জন আমায় খোঁজে,
আমি কোথাও খুঁজে পাই না তারে
যে জন আমায় ভেবে মরে।
আমি কোথাও খুঁজে পাই না তারে
যে জন নিত্য কাঁদায়-হাসায়,
আমি কোথাও খুঁজে পাই না তারে
যে জন হারায়-জেতায়।
আমি কোথাও খুঁজে পাই না তারে
যে জন খেলার সাথী,
আমি কোথাও খুঁজে পাই না তারে
যে জন নিয়ম ভাঙে হেথায়।
২. দিনযাপন
জীবন তোমায় আজও আদর করে ডাকে
নদীর নামে তোমার ডাকনাম,
জ্যোৎস্নার আলোয় ভেজা তোমার শরীরে
ভালোবাসা আজ তোমায় দিয়ে গেলাম।
জীবন তোমায় আজও গল্প শোনায়
অতীতের কথায় মুগ্ধ তুমি আজ,
তোমার ঠোঁটে যত চুম্বনের আঁকিবুঁকি
ভালোবাসা আজও তোমায় দিয়ে গেলাম।
জীবন তোমায় আজও স্বপ্ন দেখায়
হাত বাড়িয়ে আজ তাদের খোঁজো,
তোমার বুকের যত মুখচোরা অভিমানে
ভালোবাসা আজ তোমায় দিয়ে গেলাম।
জীবন তোমায় আজও আঁকড়ে আছে
এ যেন এক জন্মের গাঁটছড়া,
আমার মতো তোমার হৃদয়েরও আঁচে
ভালোবাসা আজও তোমায় দিয়ে গেলাম।
৩. বিভাবরী
কখনো কি মনে পড়ে তাকে
চেনা পথের কোন এক বাঁকে?
নীলরঙা শাড়ি পড়া একটি মেয়ে
তোমায় দেখেছিল কোন এক অবকাশে।
দেহ তার পরিণত-লাবন্যে ভরা
মুখ তার ঢলঢল-চোখ দুটো টানা;
চাপা গায়ের রঙে ছিল-অমোঘ আর্কষণ
ভঙ্গিমা যেন-প্রাচুর্যে ভরা।
কখনো কি বুঝে দেখেছ তাকে
সারি সারি কত চেনা মুখের ফাঁকে?
আটপৌড়ে ঘরোয়া একটি মেয়ে
তোমায় দেখেছিল কোন এক ক্যাফেতে।
৪. অভিযান
তুই বুঝিস নি
তোর চোখের ভাষায় খেলে
নীল সমুদ্রের জল…
তোর ঠোঁটের হাসির আভায়
পুঁইমিটুলির স্বাদ।
তুই বুঝিস নি
তোর শরীরের গন্ধে আসে
বাউলের সন্ধান,
তোর চরণে বেজে ওঠে
রাঙামাটির গান।।