ধারাবাহিক গদ্য: আমেরিকান সাহিত্য ও সাহিত্যিক।। ১ম পর্ব: এডগার অ্যালান পো। লেখক: প্রদীপ মাশ্চরক।। ক্যালিফোর্নিয়া।। আমেরিকা - শৃণ্বন্তু ধারাবাহিক গদ্য: আমেরিকান সাহিত্য ও সাহিত্যিক।। ১ম পর্ব: এডগার অ্যালান পো। লেখক: প্রদীপ মাশ্চরক।। ক্যালিফোর্নিয়া।। আমেরিকা - শৃণ্বন্তু
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

ধারাবাহিক গদ্য: আমেরিকান সাহিত্য ও সাহিত্যিক।। ১ম পর্ব: এডগার অ্যালান পো। লেখক: প্রদীপ মাশ্চরক।। ক্যালিফোর্নিয়া।। আমেরিকা

আপডেট করা হয়েছে : বুধবার, ২২ মে, ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

প্রবন্ধ: আমেরিকান সাহিত্য ও সাহিত্যিক: ১ম পর্ব- এডগার অ্যালান পো।

 লেখক: প্রদীপ মাশ্চরক   

   

 এডগার আলেন পো :

   এডগার আলেন পো (Edgar Allan Poe, 1809-1849):

 একজন আমেরিকান লেখক, কবি ও সম্পাদক। যদিও এডগার অনেক কবিতা আর গল্প লিখেছিলেন, এই মানুষটি তার থ্রিলার আর ভীতিপূর্ণ লেখার জন্য বেশি পরিচিত। বস্তুত, তিনি আমেরিকার gothic আর detective  icon এর পথপ্রদর্শক। 

খুব কম বয়েসে  বাবা এবং মাকে হারাবার পর এডগার পালক পরিবারে (foster family) বড়ো হন। সৈন্য বাহিনীতে যোগ দেবার পরীক্ষায় ফেল করার পর তিনি লেখার পেশা বেছে নেন। প্রথমে সম্পাদনাতারপর সমালোচনা, আর তারপর নিজের লেখার শুরু।

এডগারের লেখায় মানসিক রোগে আক্রান্ত মানুষের ভীতিপূর্ণ আচরণের graphic বর্ণনা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। যেমন The Fall of the House of Usher নামের গল্পে ওষুধ কোম্পানির পুঁজিপতি মালিকের এক বিশাল আধো অন্ধকার প্রাসাদের প্রেক্ষাপটে মানসিক রোগে আক্রান্ত এক ভাইবোনের জুটির দিন কাটানোর গল্প বলা হয়েছে। সেই প্রাসাদে ভাই বোনকে সিন্ধুকে বন্ধ করে রাখে, সদ্য আগত বন্ধুকে ভাই বোঝায় বোনের অসুখ, তাই তাকে দেখা যায় না। ভাই আলো সহ্য করতে পারে না। একা ঘরে বসে নিজের মনে কথা বলে। পাগলামির চরমে ভাই জীবিত বোনকে কবর দেয়।  গল্পের শেষ হয় এক দুর্যোগের রাতে, যখন রক্তাক্ত ভাইয়ের মৃতদেহ আর অশরীরী বোনের প্রেতাত্মার ওপর সেই প্রাসাদ ভেঙ্গে পড়ে। 

১৮৪১ সালে এডগার পো তার প্রথম detective গল্প লেখেন, নাম, The Murders in the Rue Morgue। গল্পটি সর্বপ্রথম আধুনিক আমেরিকান গোয়েন্দা কাহিনী হিসেবে স্বীকৃত। বিশ্লেষনাত্মক যুক্তি দিয়ে রহস্য সমাধানের এক আদর্শ উদাহরণ এই গল্প। প্যারিসে Auguste Dupin (গল্পের detective) এক জীর্ণ পুরনো প্রাসাদের ভগ্নাবশেষে বাস করা কালীন কাগজে মা ও মেয়ের জোড়া খুনের গল্প পড়েন। মৃতদেহের বর্ণনা আর ঘটনাস্থলে পাওয়া টুকিটাকি থেকে ডুপিন সেই খুনের কিনারা করেন, খুনি এক ওরাঙ্গুরান! বোর্নিও থেকে আনা এই জন্তুটিকে এক নাবিক সেই ধনী মায়ের কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল, প্রশিক্ষনহীন জন্তুটি ভয় পেয়ে দুটি প্রাণের ইতি টেনে জানলা দিয়ে পালিয়ে যায়। 

এডগার পোর গল্পের নামগুলো পড়লেই মানুষটির লেখার বিষয় বা স্টাইল অনুমান করা যায়। যেমন The Angel of the Odd, The Balloon Hoax, The Black Cat, The Cask of Amontillado, The Destruction of the World, A Decent into the Maelstrom, The Devil in the Belfry, The Premature Burial, Some Words with a Mummy।     

পো’র কবিতার বিষয়ও অনুরূপ। তার কবিতার মধ্যে“TheRaven” কবিতাটি বিখ্যাত। প্রিয়জনকে হারাবার দুঃখ আর দুশ্চিন্তা যে মানুষকে সহজে ছেড়ে যায় না, এই দীর্ঘ কবিতা তার এক ক্লাসিক উদাহরণ। 

…..And the Raven, never flitting, 

still is sitting, still it sitting

On the pallid bust of Pallas just above 

My chamber door,

And his eyes have all the seeming of a Demon’s that is dreaming,

And the lamp-light o’er him streaming

Throws his shadow on the floor…

দুঃস্বপ্ন এখানে এক দাঁড়কাক, সে বসে আছে একটু দূরে দরজার মাথায়, সে নড়ে না, শব্দ করে না, শুধু অপেক্ষা করে। তার চোখ আধো অন্ধকারে জ্বলজ্বল করছে, তার কালো ছায়া ঘরের মেঝেতে এসে পড়েছে – মানসিক নিপীড়নের এমন বর্ণনা আর কোথাও নেই! পো’র কবিতার সংখ্যাও কম নয়, তার মধ্যে Dream within a Dream, Alone, The Bells, আর The Haunted Palace উল্লেখযোগ্য।   

অভাব অনটনে জীবন প্রায় একাকী কাটিয়ে মাত্র ৪০ বছর বয়েসে এডগার পো মারা যান। অনেকের বিশ্বাস মানুষটি আত্মহত্যা করেছিলেন।

© এই রচনার সত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরোও
Theme Created By FlintDeOrient.Com
error: Content is protected !!
error: Content is protected !!