চঞ্চলকুমার মণ্ডল
(পশ্চিম মেদিনীপুর)
কাঁঠালী চাঁপা কয় স্বর্ণচাঁপা’য়:
‘বাঘের চেয়ে লোভী মানুষ খায় এ জাতি যা পায়।
সুদ খায়,ঘুষ খায়,খায় একে অন্যের হক;
পশুর নয়,এই মানবজাতির যত বিনোদন-শখ।
একাউন্টে জমায় টাকা, শরীরের জমায় রোগ;
সন্তানের ভাবি দুঃশ্চিন্তায় বাড়ায় দুর্ভোগ!’
স্বর্ণচাঁপা,কাঁঠালী চাঁপার প্রতি ঝুঁকিয়ে মাথা দোলে,
বিস্ময়ে এই মানবজাতির বৈচিত্র্যতা বলে!
‘বিশ্বে এরা লেখাচ্ছে নাম,চাঁদে আর মঙ্গলে,
আবার এরা আটকেও আছে কুসংস্কারের জালে। ‘
ধন্যবাদ🙏💕 ও কৃতজ্ঞতা জানাই " শৃন্বন্তু " পত্রিকার সম্পাদক মহাশয়কে। পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে চলেছে দেখে আপ্লুত ,অনুপ্রাণিত ও দারুন ভাবে উৎসাহিত । এগিয়ে চলুক ছন্দে- তালে নানান নতুনত্ব সঞ্চারের মধ্যদিয়ে।
খুব সুন্দর